আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের সাথে এরকম হয়ে থাকে যে আমরা এক সিমে টাকা ভরবো। কিন্তু ভুলে অন্য সিমে ঢুকিয়ে ফেলি। এসময় আমাদের প্রয়োজন হয় ব্যালেন্স ট্র্যন্সফার করার। কিন্তু সঠিক নিয়ম না জানার কারনে আমরা ভাবি হয়তো ব্যালেন্স ট্র্যন্সফার করা যায়না। আজ দেখাবো কিভাবে সকল সিমের ব্যালেন্স ট্র্যন্সফার করতে পারবেন।
বিঃ দ্রঃ শুধু মাত্র জিপি টু জিপি, বাংলালিংক টু বাংলালিংক, রবি টু রবি, এয়ারটেল টু এয়ারটেল ও টেলিটক টু টেলিটক ব্যালেন্স ট্র্যন্সফার করা যাবে।
যেকোনো প্রয়োজনে, যেকোনো প্রশ্ন করতে পারেন এখান থেকে।
আলাদা সিমের জন্য ব্যালেন্স ট্র্যন্সফার এর পদ্ধতিও আলাদা রকমের। এজন্য আমি একটা একটা করে দেখাবো কিভাবে কোন সিমের ব্যালেন্স ট্র্যন্সফার করা যায়।
জিপি ব্যালেন্স ট্র্যন্সফারঃ
জিপি ব্যালেন্স ট্র্যন্সফার করার জন্য প্রথমে রেজিষ্ট্রেশন করে নিন। যে সিম থেকে টাকা পাঠাবেন সেই সিমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার জন্য *১২১*১৫০০*১# ডায়াল করুন। রেজিষ্ট্রেশন হয়ে গেলো। আর যদি আগে থেকেই রেজিষ্ট্রেশন করা থাকে তাহলে নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন।

কিভাবে টাকা পাঠাবেন?
যদি ওপরের মতো দেখতে পান তাহলে ১ লিখে সেন্ড করুন। আর নয়তো কেটে দিয়ে নতুন ভাবে পাঠাতে আবার ডায়াল করুন *১২১*১৫০০# তাহলেও ওপরের মতোই ইন্টারফেস দেখতে পাবেন। এখন ব্যালেন্স ট্র্যন্সফার করতে ১ লিখে সেন্ড করুন। এরপর আপনার ফোন নাম্বার চাইবে যেই নাম্বারে টাকা পাঠাতে চান। নম্বর দিয়ে সেন্ড করুন। এরপর কত টাকা পাঠাতে চান তা চাইবে। আপনি ১০-১০০ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। আপনার টাকা লিখে করে সেন্ড করুন।
শর্তসমূহঃ
- ৬ মাসের অধিক সময় ধরে জিপি সিম ব্যাবহার করতে হবে অথবা একবারে ৩০০+ টাকা রিচার্জ করলে আপনি ব্যালেন্স ট্র্যন্সফার করতে পারবেন।
- প্রিপেইড সিম ব্যাবহারকারীরা এই সুবিধাটি পাবেন। পোস্টপেইড ব্যাবহার কারীরা পাবেন না। (টাকা ঢুকিয়ে কথা বলা হয় যে সিম দিয়ে তাকে প্রিপেইড সিম বলে আর কথা বলা শেষে মাস শেষে বিল পেমেন্ট করা হয় যে সিমের সেটাকে পোস্টপেইড সিম বলে। তাই আপনার সিম প্রিপেইড পোস্টপেইড এই নিয়ে দ্বিধা দন্দের কিছু নেই।)
- একবারে ১০-১০০ টাকা সেন্ড করা যাবে ১০০ টাকার ওপরে সেন্ড করা যাবেনা।
- মাসে সর্বোচ্চ ১০ বার ব্যালেন্স ট্র্যন্সফার করা যাবে।
- ব্যালেন্স ট্র্যন্সফার করতে কোনো চার্জ কাটা হয়না। এটা ফ্রি।
বাংলালিংকঃ
বাংলালিংক এ ব্যালেন্স ট্র্যন্সফার করতে চাইলে প্রথমে ডায়াল করুন *১০০০# এখানে নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন।

১ লিখে সেন্ড করুন। তাহলে পিন সহ একটি মেসেজ আসবে। এই পিন টি কোথাও লিখে রাখুন কারন প্রতিবার ব্যালেন্স ট্র্যন্সফার করার সময় এই পিন প্রয়োজন হবে। তবে পিন ভুলে গেলেও সমস্যা নেই কারন এটা খুব সহজেই রিসেট করা যায়। পিন রিসেট কোড: *১০০০*৩#
এবার ব্যালেন্স ট্র্যন্সফার করার জন্য আবার ডায়াল করুন *১০০০# এরপর ১ লিখে সেন্ড করুন এরপর আপনার পিন টি লিখে সেন্ড করুন যে পিন টি এস এম এস এ পেয়েছেন। এবার আপনার ফোন নাম্বার টি দিন যেটাতে টাকা পাঠাতে চান, দিয়ে সেন্ড করুন। এরপর কত টাকা পাঠাতে চান তা লিখে সেন্ড করুন। আপনি সর্বনিম্ন ১০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা সেন্ড করতে পারবেন।
শর্তঃ
বাংলালিংক ব্যালেন্স ট্র্যন্সফার এর ক্ষেত্রে তেমন কোনো শর্ত নেই। এটিও ফ্রি সার্ভিস।
রবিঃ
রবিতে ব্যালেন্স ট্র্যন্সফার করার জন্য ডায়াল করুন *১৪০*৬*২# এরপর যতো টাকা পাঠাতে চান তা লিখে সেন্ড করুন। তারপর যে নাম্বারে টাকা পাঠাতে চান সেটা লিখে সেন্ড করুন। ব্যালেন্স ট্র্যন্সফার হয়ে যাবে।
শর্তঃ
- মিনিমাম ৩০ দিন সিম একটিভ থাকতে হবে
- প্রিপেইড ও পোস্টপেইড সকল গ্রাহক ই ব্যালেন্স ট্র্যন্সফার করতে পারবেন।
- ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্র্যন্সফার করতে পারবেন।
- প্রতিদিন সর্বোচ্চ ৫০০ টাকা ও মাসে সর্বোচ্চ ১০০০ টাকা ব্যালেন্স ট্র্যন্সফার করা যাবে।
- ব্যালেন্স ট্র্যন্সফার করতে প্রেরক ও প্রাপক উভয়ের থেকেই ২ টাকা করে ভ্যাট কাটা হবে।
এয়ারটেলঃ
এয়ারটেলে ব্যালেন্স ট্র্যন্সফার করতে চাইলে আপনার মোবাইলের ম্যাসেস অপশনে গিয়ে টাইপ করুন PIN আর পাঠিয়ে দিন ১০০০ নম্বরে। আপনাকে পিন নম্বর সহ একটি এস এম এস দেবে। পিন টি মনে রাখুন বা কোথাও লিখে রাখুন কারন প্রতিবার ব্যালেন্স ট্র্যন্সফার এ এটা প্রয়োজন হবে।
ব্যালেন্স ট্র্যন্সফার করতে টাইপ করুন BTR <space> পিন যেটা আপনাকে এস এম এস করে পাঠিয়েছে <space> Receiver number <space> Transfer amount আর পাঠিয়ে দিন ১০০০ নম্বরে। এস এম এস টি যেমন হবে তা নিচে স্ক্রিনশট এ দেখে নিন।

শর্তঃ
- এয়ারটেল সিমটি মিনিমাম ৩০ দিন ব্যাবহার করতে হবে।
- ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত পাঠানো যাবে।
- প্রতিদিন সর্বোচ্চ ৫০০ টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ ১০০০ টাকা পাঠানো যাবে।
- টাকা পাঠাতে প্রেরক ও প্রাপক উভয়ের থেকেই ২.৫৫ টাকা করে ভ্যাট কাটা হবে।
- প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকরাই এই সুবিধাটি পাবেন।
টেলিটকঃ
টেলিটক এ ব্যালেন্স ট্র্যন্সফার করা একদমা সহজ এর জন্য আপনাকে ডায়াল করতে হবে শুধু। *১২৪*১২৩৪* কত টাকা পাঠাবেন তা * যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার # নিচের স্ক্রিনশট এ দেখে নিন কিভাবে ডায়াল করবেন।

শর্তঃ
- ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত সেন্ড করা যাবে।
- দিনে সর্বোচ্চ ১০ বার সেন্ড করা যাবে।
- দিনে সর্বোচ্চ ৫০০ টাকা ও মাসে সর্বোচ্চ ১০০০ টাকা সেন্ড করতে পারবেন।
- টেলিটকে ব্যালেন্স ট্র্যন্সফার সার্ভিস ফ্রি। কোনো ভ্যাট কাটবেনা।