আসসালামু আলাইকুম। ফেসবুকে অনেকেই স্টাইলিশ লেখা পোস্ট করে, অনেকে আবার কালারফুল লেখা পোস্ট করে তারা এগুলো কিভাবে করে? আজকে শুধু দেখাবো কিভাবে স্টাইলিশ লেখা পোস্ট করা যায়। কালারফুল লেখা সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবেন।
যেকোনো ধরনের প্রশ্ন থাকলে এখান থেকে আমাকে প্রশ্ন করতে পারেন।
স্টাইলিশ ভাবে লেখা কি বা কেমন?
স্টাইলিশ লেখা বলতে বোঝানো হইসে আকা বাকা লেখা বা ফন্ট চেঞ্জ করে লেখা। আসলে ফেবুতে আমরা যেসব পোস্ট করি সেগুলো সব একই ফন্ট এ লেখা থাকে। আপনি চাইলেই ভিন্ন ফন্ট এ লিখে পোস্ট করতে পারেন। নিচের স্ক্রিনশট টি দেখলে বুঝবেন কোনগুলোকে স্টাইলিশ লেখা বোঝানো হইসে।

এগুলো স্টাইলিশ ভাবে লেখা। এগুলো আপনি মেসেঞ্জারে ম্যাসেজ এ লিখতে পারেন অথবা ফেসবুকে পোস্ট ও দিতে পারেন।
কিভাবে স্টাইলিশ ভাবে লিখবেন?
এর জন্য প্রথমেই আপনাকে প্লেস্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ টির নাম হলো Stylish Text এখান থেকে ডিরেক্ট ঢুকে এই অ্যাপ টি ডাউনলোড করে নিন অথবা প্লেস্টোরে গিয়ে সার্চ দিতে পারেন Stylish font লিখে। যেসকল অ্যাপ আসবে তার মধ্যে যেকোনো একটা ডাউনলোড করেই আপনি আপনার লেখা স্টাইলিশ করতে পারবেন।
ডাউনলোড করে ইনস্টল শেষ হলে অ্যাপ টি ওপেন করুন। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন।

Create Text এ ক্লিক করুন।

Hello এর ওপর ক্লিক করে সেখান থেকে hello কেটে আপনি যা লিখতে চান তা লিখুন। সেগুলো স্টাইলিশ আকারে নিচে আসবে।

এখন এইখান থেকে যেকোনো একটি সটাইল সিলেক্ট করে নিন যেইটা আপনার ভালো লাগে।

এইদিকে অনেক স্টিকার, ক্যারেক্টার আছে। এগুলো নিয়ে লেখা কে আরো সুন্দর স্টাইল দিতে পারেন।
লেখা শেষ হলে স্টাইল করা শেষ হলে Done এ ক্লিক করুন।

এরকম আসবে কপিতে ক্লিক করে লেখা কপি করুন। এরপর ফেসবুকে যান বা মেসেজ লিখতে চাইলে মেসেঞ্জারে গিয়ে পেস্ট করে দিয়ে দিন। ফেসবুকে পোস্ট করতে চাইলে সিম্পলি ফেসবুকে গিয়ে কপি করা লেখা টা পেস্ট করে পোস্ট করুন।
