আসসালামু আলাইকুম। অনলাইনে ব্যাবসা করতে চান? কিন্তু ব্যাবসার আইডিয়া খুজে পাচ্ছেন না? অনেক রকম ব্যাবসার কথা ভাবছেন কিন্তু করতে গিয়ে ধরা খাচ্ছেন? তাহলে আজকের পোস্ট টি আপনার জন্যই। আজ শুধু আইডিয়া দিবোনা। কিভাবে ব্যাবসায় সফল হবেন তাও বলে দিবো।
যেকোনো প্রয়োজনে আমাকে প্রশ্ন করতে পারেন এখানে
ব্যাবসা অর্থ টাকা খাটিয়ে টাকা ইনকাম করা। অর্থাৎ অবশ্যই আপনার একটা এমাউন্ট কাছে থাকতে হবে যা দিয়ে আপনি ব্যাবসা শুরু করবেন। এটা সর্বনিম্ন ১০০০০ টাকা হতে পারে। তাহলে আপনি অনলাইনে মোটামোটি একটা ব্যাবসা করতে পারবেন। যদি কাছে টাকা না থাকে তাহলে ধার নিতে পারেন। কারন অনলাইনে ব্যাবসা শিখে গেলে আপনি অনেক দূর যেতে পারবেন।
প্রথমেই আমি আপনাদেরকে খুব সহজ ও ১০০% সফল ব্যাবসা অনলাইন মার্কেটপ্লেসের কথা বলবো।
অনলাইন মার্কেটপ্লেস অনেক রয়েছে যেমন বাংলাদেশে রয়েছে বিক্রয় ডট কম, সেল ডট কম, ফেসবুক মার্কেটপ্লেস। এই ব্যাবসার জন্য শুধুমাত্র আপনাকে একটু চালাক হতে হবে।
কিভাবে ব্যাবসা করবেন?
মার্কেটপ্লেসের ব্যাবসা খুব ই সহজ। আমি ফেসবুক এর উদাহরন দেই। ফেসবুকের যে মার্কেটপ্লেস রয়েছে। অনেকেই হয়তো জানেন না কোনটা ফেসবুক মার্কেটপ্লেস। নিচের স্ক্রিনশট এ দেখে নিন।

এখানে মার্কেটপ্লেস অপশন দেখতে পাচ্ছেন। এটাতে ক্লিক করলে এরকম দেখতে পাবেন।

এখানে বিক্রয় ডট কম বা সেল ডট কম সাইটের মতো অনেক পুরাতন জিনিস পাবেন যা অন্যেরা বিক্রি করছে। এটা শুধু বাংলাদেশ বা ইন্ডিয়ার জন্য না সকল দেশেই রয়েছে। ধরুন আপনার কাছে ১০০০০ টাকা আছে। আপনি এই টাকা দিয়ে এখান থেকে একটি মোবাইল কিনবেন। এজন্যই আপনাকে চালাক হতে হবে যে আপনি যেই মোবাইল টি কিনবেন তা আপনি কত দিয়ে সেল দিতে পারবেন তা ভেবে নিবেন আগে। নতুনদের জন্য এটা কঠিন যে বোঝা। সে কত টাকা দিয়ে ক্রয় করা জিনিস টি সেল দিতে পারবে। আমি আপনাদের কাজ টি সহজ করে দিবো।
এই ব্যাবসা টা এমন যে, আপনাকে জানতে হবে কোন জিনিসটার দাম কেমন। উদাহরণ হিসেবে যদি পুরাতন Redmi 7 ফোনের কথা বলি তাহলে এটি মোটামোটি ৭ হাজার টাকায় সেল দেওয়া যাবে যদি সম্পুর্ন ফ্রেশ কন্ডিশনে থাকে আর ফোন খোলা না পরে। আপনি ৬৫০০ ধরে রাখবেন। তাহলে আপনাকে এই ফোন কিনতে হবে ৬০০০ বা তার কম দামে।আপনি যদি অনলাইনে খোজ করেন। কারা ফোন বিক্রি করছে কোন ফোন কত দামে যাচ্ছে তাহলে নিজেই বুঝতে পারবেন। কারন এক মডেলের ফোন অনেক জন বিক্রি করে সবার প্রাইজ টা দেখুন। সবাই ই ৭০০০,৭৫০০, ৬৫০০, ৮০০০ এর মধ্যেই মুল্য দিবে। আপনাকে খুজতে হবে কে ৬০০০ এ সেল দিচ্ছে৷ অথবা ওই যে ৭০০০ এ সেল দিচ্ছে তার সাথে কথা বলে আপনাকে ৬০০০ এ ফোন টা কিনতে হবে। কারন অনেকেই টাকার কারনে ফোন সেল দেবে। তাদের দ্রুত টাকা প্রয়োজন, আপনি সে সকল মানুষদের খুজে তাদের সাথে কথা বলে কম দাম দিয়ে ফোন টা কিনে নিন। এখানে ফোনের কথা বলে শুধু একটি উদাহরন দিলাম। এটা যেকোনো পুরাতন ডিভাইস হতে পারে। ল্যাপটপ হতে পারে, ক্যামেরা হতে পারে। বর্তমানে ১০ হাজার টাকার নিচে পুরাতন ল্যাপটপের অভাব নেই। এগুলো কিনে আপনি আপনার বাসার আশে পাশের মানুষের কাছেও বিক্রি করতে পারেন। অথবা কেও ল্যাপটপ কিনতে চায়, আপনি তাকে কিনে দিতে পারেন সেখান থেকে আপনি কিছু লাভ রাখলেন।
ডিভাইস কিনলে কুরিয়ায় আনতে হয়, নিজ এলাকায় পাওয়া যায়না অনেক ঝামেলা হয় স্ক্যাম খাওয়ার সম্ভবনা থাকে। এক্ষেত্রে করনীয় কি?
বাবসা মানেই ঝুকি। আর অনলাইন ব্যাবসা তো আরো বেশি ঝুকি। তবে এই ঝুকি কমাতে আমি আপনাদেরকে কিছু টিপস দিবো যেগুলো ফলো করলে স্ক্যাম এর শিকার হবেন না। কুরিয়া তে নেবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে জিনিস নেবেন। তবে সেলার বলতে পারে যে অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে এক্ষেত্রে কুরিয়া ফি হাফ বা ফুল পেমেন্ট করতে হয়। এই টাকা যেন স্ক্যাম না হয়ে যায় তার জন্য যা ফলো করবেনঃ
প্রথমত আপনাকে বুঝতে হবে আপনি যার জিনিস টি কিনবেন সে কেমন। সে ভালো নাকি খারাপ, তার আইডি চেক করতে হবে তার আইডি রিয়েল নাকি ফেক। রিয়েল আইডি কিভাবে চিনবেন? রিয়েল আইডি চেনার সবচেয়ে সহজ উপাই হলো ভিক্টিমের আইডিতে কারা লাইক কমেন্ট করেছে তা চেক দেওয়া। কমেন্ট গুলো ন্যাচারাল কমেন্ট নাকি সুন্দর, awsumn, stickers এসব দিয়ে ভরা এটা দেখতে হবে। স্টিকার দেওয়া আর সুন্দর, ভালো লাগছে এসব বলা কমেন্ট আইডি গুলো ফেক হয়। ন্যাচারাল কমেন্ট আছে কিনা দেখবেন। যেমন আপনার ফ্রেন্ড রা আপনার আইডিতে কমেন্ট করে। তারপর দেখবেন যারা লাইক কমেন্ট করেছে তাদের আইডি গুলো রিয়েল কিনা। তাদের আইডি গুলোর ও লাইক কমেন্ট চেক দিবেন। যদি দেখেন যে সব কিছু ঠিক ঠাক তাহলে বুঝবে আইডিটা রিয়েল। যদি প্রোফাইল লক থাকে তাহলে ফ্রেন্ড রিকু দিন আর তাকে বলুন এক্সেপ্ট করতে। যদি আইডি রিয়েল হয় তাহলে ৮০% নিশ্চিন্তে তার সাথে ডিল করুন৷ তবে অবশ্যই তার আইডির লাইক কমেন্ট গুলোর স্ক্রিনশট রাখুন। যেন সে স্ক্যাম করলে তার ফ্রেন্ড দের সাথে কথা বলে বিষয়টা সামাল দিতে পারেন।
সেইম বিষয়টা জিনিস পাঠানোর সময় ও এপ্লাই করবেন যখন আপনি সেলার। আপনি যখন কাউকে জিনিস পাঠাবেন৷ অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে দিবেন। আর অগ্রিম কিছু টাকা চাইবেন। ডেলিভারি ফি। যদি দিতে না চায় তাহলে ওপরের ট্রিক্স ফলো করে যদি দেখেন যে আইডি রিয়েল তাহলে রিস্ক নিতে পারেন। কারন জিনিস যাওয়ার পর সে রিসিভ না করলে তার ফ্রেন্ড দের কে বলে আপনি বিষয়টা সামাল দিতে পারবেন।
ক্রয় করা জিনিসটি কিভাবে কোথায় সেল দিবেন?
জিনিস তো কিনে ফেললেন এখন এটা সেল দিবেন কোথায়? সিম্পল যেখান থেকে কিনেছেন সেখানেই একটু দাম বাড়িয়ে সেল দিন। সেল হয়ে যাবে। সেল দেওয়ার জন্য ভালো মার্কেটপ্লেস হলো ফেসবুক আর বিক্রয় ডট কম। ফেসবুকে অনেক মার্কেটপ্লেস গ্রুপ আছে সেসকল গ্রুপে জইন হয়ে নিন। নিচে কিছু বাই-সেল ও মার্কেটপ্লেস গ্রুপের লিংক দেওয়া হলোঃ
মার্কেটপ্লেসঃ
গ্রুপঃ
এই গ্রুপ গুলোতে ডিরেক্ট পোস্ট করতে পারেন অথবা ফেসবুক মার্কেটপ্লেস এ গিয়ে পোস্ট করে এই গ্রুপ গুলোতে শেয়ার দিতে পারেন।
ফেসবুক মার্কেটপ্লেসে কিভাবে ডিরেক্ট পোস্ট করবেন?
মার্কেটপ্লেসে ঢুকলেই ওপরে এমন কিছু অপশন দেখতে পাবেন।

এখানে ক্লিক করুন। এরপর

Create New List এ ক্লিক করুন। এরপর

এখানে আপনার প্রোডাক্ট এর ডিটেইলস দিয়ে তারপর পাবলিশ করে দিন। এখান থেকে মোটামোটি রেসপন্স পাবেন।
এছারা আপনি বিক্রয় ডট কম এ পোস্ট করতে পারেন।
এই ব্যাবসায় লাভবান বেশি হওয়া যায় কিন্তু রিস্ক একটু বেশি। তবে ২য় যে ব্যাবসার কথা বলবো এটিও সহজ ব্যাবসা তবে লাভ তুলনামূলক কম কিন্তু এ ব্যাবসা ১০০% সিকিউরড ব্যাবসা হবে।