2 টি সহজ অনলাইনে ব্যাবসার আইডিয়া part 2 (অবশ্যই সফল হবেন)

অনলাইন ইনকাম ২০২৩

আসসালামু আলাইকুম। এটা অনলাইনে সহজ ব্যাবসা আইডিয়ার ২য় পার্ট। যারা এর প্রথম পার্ট দেখেন নি তারা এখান থেকে ১ম পার্ট দেখে আসুন। ব্যাবসায় সফল হওয়ার মুল চাবিকাঠি হলো নিজে চালাক হওয়া। তাই নিজেকে আগে চালাক প্রস্তুত করতে হবে তার পরে ব্যাবসায় হাত দেবেন। যদি নিজে দুর্বল হন তাহলে ব্যাবসার দিকে না যাওয়াই ভালো। আপনার উচিৎ হবে চাকরি করা।

২য় ব্যাবসা হিসেবে আমি বলবো দারাজে বাবসার কথা।

কিভাবে করবেন?

দারাজ বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস। অনলাইন মার্কেট হিসেবে দারাজ প্রথম স্থানে রয়েছে বাংলাদেশে। এখানে যে কি পরিমান জিনিস সেল হয় তা আপনার ধারনার বাইরে। অনেকেই বলে দারাজ এর জিনিস ভালোনা, বা দারাজ পুরাতন, নস্ট জিনিস দেয়। এটা আসলে সঠিক নয়। যারা দারাজে জিনিস কিনে কিনে অভ্যস্থ হয়ে গেছেন তারা জানেন দারাজের জিনিস ভুল আসে। কিন্তু এগুলো ফেরত দিয়ে আসল জিনিস ও নিয়ে আসা সম্ভব। সময়ের ব্যাপার ঠিক আছে কিন্তু জিনিস ফেরত দেওয়া বা চেঞ্জ করে নেওয়া একদম সহজ।

দারাজে আবার কিভাবে ব্যাবসা করা যায়?

অনেকেই হয়তো জানেন যে দারাজে যারা সেল দেয় তারা আমাদের মতোই স্টুডেন্ট বা অনলাইন নতুন ব্যাবসাহী। তারাও আমাদের মতোই, কোনো কোম্পানী না। তারা অন্য যায়গা থেকে পাইকেরি জিনিস কিনে দারাজে সেল দেয়। আপনিও চাইলেই দারাজে সেলার একাউন্ট খুলে আপনার জিনিস গুলো সেল দিতে পারবেব। নিজের একটা দোকান করে নিতে পারবেন দারাজে। অনলাইন দোকান যে দোকানের ভারা দিতে হয়না। আমাদের পন্যের দাম কেন বেশি হয় জানেন? পন্যের দাম বেশি হওয়ার একটি প্রধান কারন দোকানের ভাড়া। বড় শপিং মলে গেলে দেখবেন একটা শার্ট এর দাম অনেক বেশি। সেইম শার্ট আপনি ফুতপাতের দোকান থেকে কিনলে প্রায় অর্ধেক দামেই পেয়ে যাবেন। এর অনেক কারন আছে তার মধ্যে একটি মুল কারন শপিং মলের ভাড়া। তো যেহেতু আপনি একটি ফ্রি দোকান পাচ্ছেন। তাই অবশ্যই আপনার পন্য টি ২০০ টাকা দিয়ে কিনলে তা ২২০ টাকা বা সর্বোচ্চ ২৫০ টাকার মধ্যে সেল দিলে অনেক বেশি লাভ থাকবে।

দারাজ এ কিভাবে সেলার হবেন?

দারাজে সেলার হওয়া একদম ই সহজ এর জন্য আপনাকে শুধু মাত্র একটা একাউন্ট করতে হবে। প্লেস্টোর থেকে দারাজ সেলার সেন্টার এপ টি ডাউনলোড করে নিন। এরপর এখানে একটি একাউন্ট করুন। একাউন্ট করার জন্য কিছু রিকুয়ারমেন্ট রয়েছে সেগুলো ফিল আপ করুন। এখানে একটি দরকারী রিকুয়ারমেন্ট হলো আপনার বা আপনার পরিচিত কারো চেক বই। তারা আপনার একাউন্ট একটিভ করার জন্য চেক বই চাইবে। এখানে আপনার নিজের টা দেওয়াই ভালো। চাইলে অন্যের টাও দিতে পারেন। তবে চেক বই এ নাম, একাউন্ট নম্বর কোন ব্যাংক কোন ব্রেঞ্চ সব থাকতে হবে। এর জন্য আমি রিকোমান্ড করবো ইসলামী ব্যাংক থেকে একটি সেভিংস একাউন্ট করে নিন। এটি সম্পুর্ন ফ্রি। শুধুমাত্র ৫০০ টাকা জমা রাখতে হয়। সেখানে চেক বই আবেদন করলে ১৫ দিন পরে চেক বই পেয়ে যাবেন।

একাউন্ট করা হয়ে গেলে আপনি হয়ে গেলেন একজন দারাজ সেলার। এখন আপনি কিছু পন্য কিনুন পাইকেরিতে এবং তা এই একাউন্টে পোস্ট করুন। আস্তে আস্তে সেল হওয়া শুরু হবে।

কিভাবে দারাজে বেশি বেশি সেল দেওয়া যায়?

দারাজে এমনিতেও অনেক বেশি সেল হয়। তবে এর জন্য প্রথমেই আপনার থাকতে হবে রেটিং। রেটিং যতো বেশি হবে আপনার সেল ও তত বেশি হবে। রেটিং পাওয়ার জন্য আপনার কাস্টমার দের সাথে ভালো আচরন করতে হবে। সবসময় অনলাইনে থাকতে হবে যেন কাস্টমার রা মেসেজ দিয়ে আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারে। কাস্টমার রা যতো বেশি আপনার সাথে ফ্রি হবে তারা ততো ইচ্ছুক হবে আপনার বিষয়ে আপনার প্রোডাক্ট এর বিষয়ে রেটিং করার জন্য। তাছারা আপনিও তাদেরকে বলতে পারেন তারা যেন রেটিং করে যায় আপনার পন্যের। দারাজে সবচেয়ে বড় বিষয় হলো ভালো রেটিং। যতো বেশি আর ভালো রেটিং থাকবে আপনার পন্যের আপনার পন্য ততো বেশি সেল হবে। আর রেটিং বেশি পাওয়ার জন্য অবশ্যই কাস্টমারদের কে ভালো পন্য দিন। সাথে না জানিয়ে কিছু ছোট খাটো জিনিস ফ্রি দিতে পারেন৷ যেমন তাদের জানাবেন না যে সাথে কিছু ফ্রি আছে। কিন্তু নিজে থেকেই প্যাকেটের মধ্যে ফ্রি দিয়ে একটা কাগজে লিখেও দিতে পারেন আমাদের তরফ থেকে আপনার জন্য গিফট। এতে তারা আপনার পন্যের জন্য রেটিং করতে আগ্রহী হবে। প্রথমে লাভ না করে বা ৫-১০ টাকা লাভ করে জিনিস সেল দিয়ে রেটিং বাড়িয়ে নিন। পরবর্তীতে আপনার সকল পন্যই ভালো বিক্রি হবে। এবং টপ এ থাকবে।

ব্যাবসার জন্য কোন পন্য গুলো বেছে নিবেন?

দারাজে সবচেয়ে বেশি সেল হয় যে পন্য গুলো কম পাওয়া যায়, বা নরমাল দোকানে পাওয়া যায়না। খুজে পাওয়া যায়না। ফিজিক্যালি কোথায় বিক্রি করে তা বেশিরভাগ মানুষ জানেনা এরকম পন্য গুলো সেল দিতে পারেন। এগুলোই মানুষ বেশি কিনবে কারন এগুলো তারা তাদের আসেপাশের দোকানে পাবেনা। আমাদের দেশে ইলেক্ট্রিক্যাল জিনিসের খুব ই অভাব এগুলো নরমালি দোকানে পাওয়া যায়না। পাওয়া গেলেও অনেক খুজতে হয়। এসব জিনিস আপনি দারাজে সেল করতে পারেন। এগুলো মানুষ দারাজ থেকেই নেয়। নিজেই ভেবে দেখুন আপনি কোন জিনিস টা ফিজিক্যাল দোকানে খুজেন কিন্তু খুজে পান না? বা মনে করেন হয়তো পাওয়া যায়না। আমি একটি উদাহরন দেই, যেমন কেক এর রঙ। বর্তমানে অনেকেই কেক বানানোর বিষয়ে আগ্রহী হয়েছে৷ কারন ইউটিউবে কেক বানানোর ভিডিও অহরহ। আর দোকান থেকে না কিনে বাসায় বানাতে পারলে কে না বানাবে? তারা কেক তো বানাতে পারে কিন্তু প্রয়োজনীয় উপকরন পায়না৷ সব পেলেও সঠিক রঙ খুজে পায়না। আপনি এসব রঙ, ব্র্যান্ড এর রঙ গুলো সেল দিতে পারেন। এই রঙ গুলো দারাজেও খুব কম পাওয়া যায়। এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো নতুন কিন্তু মানুষ আগ্রহী। সেগুলো খুজে সেল দিন তাহলে অল্প দিনেই সফল ব্যাবসাহী হবেন।

যেকোনো প্রয়োজনে আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে করুন এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *