হাতের কাছের জিনিস দিয়ে তৈরি করে ফেলুন আপনার স্মার্টফোনের জন্য ৫ ভোল্টের মিনি সাউন্ড বক্স।

ইলেক্ট্রনিক্স

আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফোনে ওয়াজ শুনে থাকেন এবং মুরুব্বিদের শুনিয়ে থাকেন কিন্তু বর্তমান সময়ে ফোনের স্পিকার ছোট হওয়ার কারনে সাউন্ড খুব বেশি হয়না তাই আপনারা অনেকেই।চান সাউন্ডবক্স তৈরি করতে, কিন্তু হাতের কাছে জিনিস না পাওয়ার কারনে আপনারা তৈরি করতে পারেন না। আবার অনেকে চান ৫ ভোল্টের সাউন্ড বক্স তৈরি করতে কিন্তু বাজারে ৫ ভোল্টের তেমন কোনো এম্পলিফায়ার পাওয়া যায়না। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতের কাছে থাকা কিছু সামান্য পার্স দিয়ে সাউন্ড বক্স তৈরি করবেন।

যেকোনো প্রয়োজনে আমাকে যেকোনো প্রশ্ন করুন এখানে।

যা যা প্রয়োজনঃ

১. একটি NPN transistor এটি হতে পারে BC547 অথবা c1815 অথবা 13003 transistor অথবা 2SC5200 অথবা যেকোনো NPN transistor

২. 1K রেজিস্টার ১ টি

৩. 1uf to 2200uf যেকোনো একটি ক্যাপাসিটর এটি 10uf, 1000uf ও হতে পারে।

৪. যেকোনো স্পিকার।

৫. 3.5 mm jack মোবাইলের জন্য

৬. ৫ ভোল্টের ব্যাটারি অথবা ৫ ভোল্ট পাওয়ার সাপ্লাই আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন।

যেভাবে কানেকশন করবেন নিচে দেখে নিনঃ

ইমেজে যেভাবে দেখছেন সেভাবে কানেকশন করে নিন।

কানেকশন করা শেষ হলে স্পিকার আউটপুটে একটি স্পিকার লাগিয়ে দিন এবং অডিও ইনপুটে 3.5mm এর জ্যাক টি লাগিয়ে দিন ব্যাস আপনার এমপ্লিফায়ার তৈরি হয়ে গেলো। তবে এটা কিন্তু মনো এমপ্লিফায়ার হয়েছে। কারন আপনারা জানেন সাউন্ড ২ রকম হয় একটি Stereo আরেকটি Mono. 3.5mm জ্যাকে আপনারা ৩ টি তার কানেকশন দেখতে পাবেন এখানে একটি নেগেটিভ লাইন ও ২ টি পজেটিভ লাইন থাকে যেকোনো একটি পজেটিভ লাইন ও নেগেটিভ লাইন কানেক্ট করতে হবে ইনপুট হিসেবে। তবে যদি আপনি এটাকে স্টেরিও সাউন্ড এমপ্লিফায়ার বানাতে চাও তাও পারবেন।

কিভাবে Mono sound থেকে Stereo sound এমপ্লিফায়ার বানাবেন?

এর জন্য ওপরের চিত্রের মতো আরেকটি সার্কিট বানিয়ে ফেলুন। মানে সেইম সার্কিট হবে ২ টা। এরপর 3.5mm জ্যাকে যে ৩ টি ওয়ার পেয়েছেন। ২ টি পজেটিভ ও একটি নেগেটিভ সেখানকার ১ টি পজেটিভ এক সার্কিটে দেবেন অন্য পজেটিভ অন্য সার্কিটে দেবেন আর নেগেটিভ ২ সার্কিটেই দেবেন৷ এখানে ২ সার্কিটের জন্য ২ টি স্পিকার লাগবে। আউটপুটে ২ সার্কিটে ২ টি স্পিকার লাগিয়ে দিন। পাওয়ার সাপ্লাই ৫ ভোল্ট সেইম সাপ্লাই থেকেই দিতে পারেন।

বিঃ দ্রঃ যেহেতু এটি একটি সিম্পল প্রোজেক্ট, তাই এই সার্কিটে অযথা পাওয়ার দিয়ে রাখবেন না শুধুমাত্র ব্যাবহার করার সময় পাওয়ার দিবেন। নয়তো আপনার স্পিকারের ক্ষতি হতে পারে।

কানেকশন কিভাবে করবেন তা ভিডিও আকারে দেখুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *