আসসালামু আলাইকুম। ৫ ভোল্ট থেকে কি আসলেই ২২০ ভোল্টের ইনভার্টার তৈরি করা যায়? হ্যা অবশ্যই যায়। তবে যেহেতু ৫ ভোল্টের ব্যাটারি খুব বেশি পাওয়ারফুল হয়না তাই এর আউটপুট ২২০ ভোল্ট ও তেমন বেশি পাওয়ারফুল লোড নিতে পারেনা। তবে এর মাধ্যমে আপনি ছোট খাটো ৫-১০ ওয়াট এর লাইট জ্বালাতে এবং ফোন চার্জ করতে পারবেন।
যেকোনো প্রয়োজনে আমাকে প্রশ্ন করতে পারেন এখানে
ইনভার্টার তৈরি করতে কি কি প্রয়োজন?
১. মোবাইল চার্জার এর মধ্যে মিনি ট্র্যান্সফারমার দেখতে পাবেন সেটা খুলে নিন।


২. Transistor P41c অথবা 2SC5200 অথবা BC547
৩. 100ohm to 320ohm any resistance
৪. ৩.৭ বা ৫ ভোল্টের ব্যাটারি, মোবাইল ব্যাটারি বা ৫ ভোল্ট পাওয়ার সাপ্লাই।
বাস এই কয়টা জিনিস হলেই আপনি তৈরি করে ফেলতে পারবেন একটি পোর্টেবল ৫ ভোল্ট টু ২২০ ভোল্ট ইনভার্টার। এটি দিয়ে আপনি যে কাউকে মজা করে শক ও দিতে পারবেন। মশা মারার যে ব্যাট আমরা ব্যাবহার করি সেখানে এমন ইনভার্টার ই ব্যাবহার করা হয়।
কিভাবে কানেকশন করবেন?
নিচের চিত্রে দেখে নিন কিভাবে কানেক্ট করবেন।


Transformer Pinout
এভাবে কানেকশন করা হয়ে গেলে ইনপুটে ৫ ভোল্ট ইনপুট ও আউটপুটে একটি ২২০ ভোল্টের লাইট লাগিয়ে দিন। অবশ্যই লাইট টি ১০ ওয়াট এর কম পাওয়ারের হতে হবে। দেখবেন লাইট টি জ্বলবে। কিন্তু সাবধান হাত লাগাবেন না কারন ওই ২২০ ভোল্ট আপনাকে শক দিবে।
এই সার্কিট টি দিয়ে সাধারন ফোন গুলো চার্জ করতে পারবেন। কিন্তু বর্তমানের স্মার্টফোন যেগুলো ১০ ওয়াট এর বেশি পাওয়ারে চার্জ সাপোর্ট করে তা চার্জ দিতে পারবেন না। অধিক সময় ব্যাবহার করতে চাইলে ট্র্যানসিস্টর এর সাথে হিট সিংক লাগিয়ে দিন কারন ট্র্যানসিস্টর টি গড়ম হবে। এটা দিয়ে সিম্পলি যেকোনো লাইট জালাতে পারবেন। অনেক সময় ব্যাকয়াপ পাবেন। এটা খুব ই কম পাওয়ার নিয়ে চলে।