সাউন্ড বক্স একটি খুব ই দরকারী জিনিস। বর্তমান সময়ে মোবাইলে বড় স্পিকার না থাকায় আমরা অনেক সময় রাস্তা ঘাটে সাউন্ড শুনতে পাইনা, বা জোরে সাউন্ড দিয়ে কিছু শুনতে পারিনা। এই সমস্যা সমাধানে আজ আমি আপনাদেরকে সিম্পল ২-৩ টা পার্স দিয়ে কিভাবে একটি সাউন্ড এমপ্লিফায়ার তৈরি করবেন তা দেখাবো।