আপনি কি জানেন কোনো খরজ ছাড়াই আপনি নিজের বাসায় এই পদ্ধতিতে কমলালেবু গাছ চাষ করতে পারেন?

আপনি কি জানেন আপনি চাইলেই আপনার বাসায় কমলালেবু চাষ করতে পারেন। এর জন্য আপনাকে এক্সট্রা করে অনেক টাকা খরজ ও করতে হবেনা।

আপনি যদি বাসায় কমলালেবু গাছ চাষ করতে চান, তাহলে অবশ্যই প্রথমেই এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে দিনের পুরোটা সময় আলো পড়বে। অথবা আপনি আপনার বাসার ছাদে বা বাসার বাইরেও চাষ করতে পারেন। টবে চাষ করাটাই ভালো হবে কারন বাংলাদেশের মাটি এমনিতে উর্বর আছে কিন্তু বিভিন্ন পোকা মাকর এর কারনে গাছ নস্ট হয়ে যেতে পারে।

বাজার থেকে আপনার যতোগুলো কমলালেবুর গাছ দরকার ততগুলো কিনে আনতে পারেন। অথবা যদি টাকা খরজ করতে না চান তাহলে আপনি যে কমলা খান সেখানে এগুলোর বেসন (বিচি) পাবেন। আপনি হয়তো ভাবেন নি এসব বিচি দিয়েও কমলালেবু গাছ হয়। আপনি টবে ভালো মাটি নিয়ে সেখানে বেসন প্রতি টবে ২-৩ টা করে বিচি দিয়ে দিন। কিছুদিন পর দেখতে পাবেন ওই বিচিগুলো থেকে চারা বের হয়েছে। নিয়মিত পানি দিন। ব্যাস আপনার কমলালেবুর গাছ বড় হতে শুরু করবে।

কিছু প্রশ্ন ও উত্তরঃ

আসলে আমরা এরকম দামী ফল গুলো কিনে না খেয়ে নিজের বাসায় ২-৩ টা গাছ চাষ করতে পারি। কিন্তু সঠিক জ্ঞ্যান না থাকার কারনে আমরা জানিওনা আর চাষ ও করিনা। এগুলো চাষ করতে সময় দিতে হয়না আর খরজ ও করতে হয়না।

যদি বলেন যে, বেসন থেকে বের হওয়া চারা গুলোর কমলা হলে এগুলোর স্বাদ কেমন হবে?

আসলে এগুলোর স্বাদ কেমন হবে, সেগুলো আপনি যেমন কমলা খেয়ে তার বেসন রেখেছিলেন তেমন হবে কিনা। এগুলো ঠিক ভাবে বলা যায়না। আপনাকে দেখতে কি পুরোটা আপনার মায়ের মতো? বা আপনার বাবার মতো? যদি আপনার মা বা বাবার ক্লোন হতেন তাহলে তাদের মতো হতেন। কিন্তু ক্লোন না জন্য আপনি পুরো আলাদা একজন মানুষ। তেমনি যেগুলো কলম দেওয়া গাছ হয় ওইগুলো ক্লোন হয়। তাই ফলের স্বাদ ভালো মিস্টি থাকে। কিন্তু বেসন থেকে হওয়া গাছের ফলে কেমন স্বাদ হবে তা গাছের নিজের গুনাবলীর ওপর নির্ভর করে। তাই যদি ভালো মিস্টি ফল চান তাহলে অবশ্যই কিছু টাকা খরজ করে কলমের গাছ কিনে আনুন। অথবা বেসন থেকে হওয়া গাছের যেমন ফল পাবেন সেটা গ্রহন করুন।

Leave a Comment