বাংলাদেশ নার্সিং এক্সাম দিয়েছেন? কিন্তু ফলাফল কোথায় দেখবেন খুজে পাচ্ছেন না? কিভাবে ফলাফল দেখবেন তা আজ দেখাবো।
প্রতি বছর বাংলাদেশ নার্সিং পরিক্ষা হয়। অনেক স্টুডেন্ট পরিক্ষা দেয় কিন্তু সরকারী নার্সিং ইনস্টিটিউটে পড়ার সুযোগ পায় অল্প সংখ্যক মানুষ। বর্তমান সময়ে মানুষ নার্স হওয়ার দিকে বেশি ঝুকে পড়েছে কারন এতে পড়ার চাপ কম এবং বেশি সংখ্যক হাসপাতাল ও ক্লিনিক থাকায় চাকরির অভাব হয়না। নার্সিং পড়ার সিদ্ধান্ত যারা নেন, তারা সঠিক সিদ্ধান্তই নেন। কারন এতে পরবর্তীতে সুবিধা পাওয়া যায়। তবে নার্সিং পড়া টা মেয়েদের জন্য ভালো হবে। কারন নার্স বলতে মানুষ সাধারনত মেয়েদেরকেই কল্পনা করে। আর বেশিরভাগ হাসপাতালেই মেয়ে নার্স এর গুরুত্ব দেওয়া হয়। তাই তাদের চাকরি পাওয়ার সম্ভবনা বেরে যায়।
কিভাবে ফলাফল দেখবেন?
ফলাফল দেখার ২ টি পদ্ধতি রয়েছে। একটি হলো সম্পুর্ন লিস্ট থেকে নিজের রোল খুজে বের করা। অন্য টি টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রোল লিখে সাবমিট করা।
কোথায় সম্পুর্ন নার্সিং এক্সামের ফলাফল দেখবেন?
সহজ পদ্ধতিতে ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। এই পদ্ধতিতে আপনাকে আপনার রোল খুজতে হবেনা শুধু রোল লিখে সাবমিট দিলেই রেজাল্ট চলে আসবে।
এরপর নিচের দেখানো পদ্ধতি ফলো করুনঃ
ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন

এখানে আপনার রোল লিখুন

রোল লিখে সাবমিট এ ক্লিক করলে রেজাল্ট দেখতে পাবেন।

অথবা কোনো কারনে এই পদ্ধতি কাজ না করলে
সব স্টুডেন্ট এর সম্পুর্ন ফলাফল নিচ থেকে ডাউনলোড করে নিন।