চায়নাতে ব্যাচেলর ডিগ্রি শেষ করে ইউরোপে যেতে চাইলে কি করতে হবে?

আমরা অনেকেই চায়নাতে ব্যাচেলর (B.Sc) ডিগ্রি শেষ করে বাইরের অন্য কোনো দেশে মাস্টার্স করতে যেতে চাই, ইউরোপ হোক বা যেকোনো দেশ। আপনাকে কিছু প্রসেস শেষ করে যেতে হবে আজ আমি আপনাদের সাথে সেসকল প্রসেস নিয়ে আলোচনা করবো।

চাইনীজ সার্টিফিকেট লিগালাইজেশন অ্যান্ড apostille প্রসেস:

চায়নায় ব্যাচেলর ডিগ্রি শেষ করে অনেক স্টুডেন্ট মাস্টার্স করতে ইউরোপ যাওয়ার চিন্তা করে কিন্তু অনেক সময় এই লিগালাইজেশন এর জন্য তারা ভিসা প্রসেসিং করতে পারে না। চায়না হেগ কনভেশন কান্ট্রি না হওয়ায় সেনজেন কান্ট্রিগুলোতে চাইনীজ সার্টিফিকেটগুলো লিগালাইজেশন এর প্রয়োজন হয় এবং বড় অঙ্কের একটা খরচ করতে হয়। গুগল করলে সবাই হেগ কনভেশন কান্ট্রি জিনিসটা ক্লিয়ার হবে । এখন প্রশ্ন হলো এই লিগালাইজেশন এবং apostille কোন দেশের জন্য দরকার হয়। উত্তর হলো সেঞ্জেনভুক্ত দেশগুলোতে এই legalised এর দরকার হয় অ্যাডমিশন এবং ভিসা এর ক্ষেত্রে। লিগালাইজেশন এর প্রসেস টা নিম্নে দেয়া হলো:

চায়নায় ব্যাচেলর ডিগ্রি শেষ করে অনেক স্টুডেন্ট মাস্টার্স করতে ইউরোপ যাওয়ার চিন্তা করে কিন্তু অনেক সময় এই লিগালাইজেশন এর জন্য তারা ভিসা প্রসেসিং করতে পারে না। চায়না হেগ কনভেশন কান্ট্রি না হওয়ায় সেনজেন কান্ট্রিগুলোতে চাইনীজ সার্টিফিকেটগুলো লিগালাইজেশন এর প্রয়োজন হয় এবং বড় অঙ্কের একটা খরচ করতে হয়। গুগল করলে সবাই হেগ কনভেশন কান্ট্রি জিনিসটা ক্লিয়ার হবে । এখন প্রশ্ন হলো এই লিগালাইজেশন এবং apostille কোন দেশের জন্য দরকার হয়। উত্তর হলো সেঞ্জেনভুক্ত দেশগুলোতে এই legalised এর দরকার হয় অ্যাডমিশন এবং ভিসা এর ক্ষেত্রে। লিগালাইজেশন এর প্রসেস টা নিম্নে দেয়া হলো:


স্টেপ ১: গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট নিজ শহর এর নোটারি অফিস থেকে নোটারী করতে হবে ।যদি ইউনিভারসিটি ইংলিশ এবং চাইনিজ উভয় সার্টিফিকেট দেয় তাহলে কপাল ভালো। তাহলে এই ক্ষেত্রে খরচ হবে প্রতি অনুলিপি সার্টিফিকেট ১৬০-২০০ আর এম বি । এটা প্রভিন্স ভেদে পার্থক্য হয় । আর গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে ১ অনুলিপি, ডিগ্রি সার্টিফিকেট এক অনুলিপি এবং ট্রান্সক্রিপ্ট এক অনুলিপি।
আর যদি কারো সার্টিফিকেট চাইনিজ হয় তাকে ট্রান্সলেট করে এরপর নোটারি হবে এক্ষেত্রে খরচ একটু বেশি


স্টেপ ২: আপনি সেঞ্জেনভুক্ত কোন কান্ট্রি যাবেন সেটা চুজ করবেন। কারণ legalised এর সময় ক্রস চেকিং এর কথা বলে দিতে হবে।


স্টেপ ৩: নোটারী করা সার্টিফিকেট মিনিস্ট্রি অফ ফরেন affairs (MOFA)বেইজিং থেকে অথবা নিজ প্রভিনস এর ফোরেন অ্যাফেয়ার্স অফিস ( FAO) থেকে সত্যায়িত করে নিতে হবে । নিজ প্রভিনস থেকে সত্যায়িত করলে প্রতি অনুলিপি ৫০ আর এম বি কিন্তু বেইজিং থেকে করালে ৩৮০ আর এম বি প্রতি অনুলিপি। এখন কথা হচ্ছে সেম জিনিস আলাদা এত ডিফারেন্স কেন আর এম বি এর? সেটার উত্তর নিচে বলা হবে কারণ jurisdiction এর একটা সিস্টেম আছে ।


স্টেপ ৪: সত্যায়িত হয়ে গেলে যেদেশে যাবেন সেদেশের এম্ব্যাসি অথবা কনস্যুলেট অফিস থেকে সত্যায়িত করে নিতে হবে। একেক এম্ব্যাসি এর legalised ফি একেক রকম । যেমন বেলজিয়াম এম্ব্যাসি প্রতি অনুলিপি নেয় ১৪৩ আর এম বি , চেক রিপাবলিক ১৬৭ আর এম বি প্রতি অনুলিপি . কোন দেশ এর এম্ব্যাসি কত আর এম বি নেয় সেটার লিংক :
http://cs.mfa.gov.cn/zggmcg/lsrz/sblsrzxz/201609/t20160917_957835.shtml
আপনি যখন MOFA ওর FAO তে attested করতে দিবেন তখন তাদের বললে তারা ক্রস চেকিং করে আপনার যে দেশ এর লেগালিসেশন দরকার সেদেশ এর টা করে দিবে এক্সট্রা একটা চার্জ নিবে।


স্টেপ ৫: এখন কথা হলো FAO আর MOFA একই জিনিস দেয়া সত্ত্বেও একজন ৫০ আর এম বি আর একজন ৩৮০ আর এম বি কেন? এর উত্তর হলো এরসাথে jurisdiction এর সাথে সম্পর্ক আছে । যদি আপনার প্রভিনস নিজে একটা jurisdiction হয় তাহলে আপনি অনেক লাকি মানে FAO থেকে করলে হবে ৫০ আর এম বি। যেদেশে যাবেন সেদেশের বেইজিং এম্ব্যাসি তে প্রতি দেশের jurisdiction লিস্ট থাকে । ধরেন আপনি সুইডেন যেতে যান কিন্তু সুইডেন এম্ব্যাসি হলো বেইজিং আর আপনার প্রভিনস হলো জিয়াংসু কিন্তু জিয়াংসু প্রভিনস এ যদি সুইডেন এর কোনো কনস্যুলেট অফিস থাকে তাহলে আপনি আপনার প্রভিনস এর ফরেন অ্যাফেয়ার্স অফিস থেকে ৫০ আর এম বি দিয়ে প্রতি অনুলিপি attested করে ওই কনস্যুলেট অফিস থেকে legalised করতে হবে। কিন্তু যদি আপনার জিয়াংসু প্রভিনস এ যদি সুইডেন এর কনস্যুলেট না থাকে তাহলে Beijing হবে আপনার jurisdiction আর সেক্ষেত্রে mofa বেইজিং এর Attested করতে হবে ৩৮০ আর এম বি এর জন্য। সেফ এর জন্য mofa করা বেটার কারণ তখন যেকোনো দেশের legalised করতে পারবেন ।


— এই প্রসেস গুলি শুধু সেনজেন কান্ট্রি তে মাষ্টার্স করার জন্য: বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরী, পর্তুগাল, পোল্যান্ড, চেক রিপাবলিক, সুইডেন, সুইজারল্যান্ড সহ আরো কিছু দেশ সেম প্রসেস।
***আর apostille বিষয়টা আসে জার্মানি এর ক্ষেত্রে শুধু । তাদের নিজস্ব ভাষায় ট্রান্সলেট করে দিবে আর একটা credential accreditation certificate দিবে।
ইতালি এর ক্ষেত্রে Cimea করতে হয় আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে legalised করতে হয় ।
কারো সমস্যা থাকলে চাইনীজ ফরেন মিনিস্ট্রি তে মেইল করতে পারেন তারা মেইল করলে কোন দেশে কোন সিস্টেম আর কত খরচ বলে দিবে:
মেইল: lss8@mfa.gov.cn
অথবা mflyb@wjbfwzx.com

পরবর্তীতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কোনো চাইনিজ এর হেল্প না নিয়ে আর চাইনীজ সিম না নিয়ে দেশী সিম ব্যাবহার করে কিভাবে chsi verification করা যায় আর একাউন্ট খুলা যায় বলবো 😅😅 সেনজেন দেশগুলোর মধ্যে ইতালি , নরওয়ে শুধু chsi অ্যাপ্রুভ করে আর chsi ছাড়া আমেরিকা আর কানাডা তে অ্যাপ্লাই করা যাবে না কারণ তারা credential report চায়।

Leave a Comment